প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৭:৪০
তরুণদের গ্যাং 'রোমান্টিক গ্রুপে'র আট সদস্যকে দেশিয় অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) রাতে র্যাব-২ এর এএসপি মো. ফজলুল হক বলেন, বুধবার দিনগত রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর পল্লবী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র্যাব-২ তাদের আটক করেন।
আটকৃতরা হলেন- দেলোয়ার হোসেন ওরফে পল্টু , কাউসার হোসেন, নিয়াজ মাহমুদ জুবায়ের, আসিফ নহোসেন, আরিফ, মেহেদী হাসান, সুজন শেখ ও শাহরিয়ার সজীব। অভিযানে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত তরুণ গ্যাংয়ের আট সদস্যকে আটক করে।
আসামিরা সদ্য কৈশোর পার করা অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত ‘রোমান্টিক গ্রুপে’র সদস্য হিসেবে। আসামিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।