বগুড়ার শেরপুর উপজেলার একটি আঞ্চলিক সড়কের পাশে প্রভাবশালী আলাল গ্রুপের গ্রাস করা কোটি টাকা মুল্যের সরকারি সম্পত্তি অভিযান চালিয়ে উদ্ধার করেছেন উপজেলা প্রশাসনের সরকারি সম্পদ রক্ষার একজন সফল যোদ্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবরিনা শারমিন।
জানা যায় উপজেলার সীমান্তবর্তি সীমাবাড়ী ও ভবানীপুর সড়কে ভবানীপুর মৌজার জামনগর নামক স্থানে রাস্তার পাশে ১ নং খাস খতিয়ান ভুক্ত ৩৫ শতক সরকারি জমি অবৈধভাবে প্রভাব খাটিয়ে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয় আলাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশ’।
সম্প্রতি এ সরকারী জমি দখলে নিয়ে নিজস্ব বাহিনী দিয়ে দখল বাজির মোহাৎসব চালিয়ে সেখানে শুরু করেদেন ফার্মের সেড নির্মাণের কাজ।
সরকারি জমি বেদখলের খবর পেয়ে গত ১৬ জুন বুধবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে¡, সংশ্লিষ্ঠ দফতরের কর্মকর্তা, পুলিশ এবং গ্রামপুলিশের সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তবে এঅভিযানের সময় আলাল গ্রুপের পক্ষের কাউকে দেখা যায়নি।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, অবৈধভাবে দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে। তিনি আরও জানান, সরকারি জমি বেহাত হয়ে যাওয়া ভূ-সম্পত্তি উদ্ধার জন্য গৃহীত পদক্ষেপ অব্যাহত থাকবে।