দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৩ অপরাহ্ন
দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা মনের মতো ভাবেই কাটাল বাংলাদেশ। সকালে জিম্বাবুয়েকে দ্রুত অলআউট করে দেওয়ার পর ৩ উইকেটে ২৪০ রানে দিন শেষ করেছে টাইগাররা। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমেছিল ২৬৫ রানে। অর্থাৎ রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেকে আর ২৫ রানে পিছিয়ে মুমিনুল হকের দল। নিশ্চিত লিডের দিকেই যারা এগিয়ে যাচ্ছে।

মুমিনুল হক ৬৮ ও মুশফিকুর রহিম ২৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ১০৫ বলে ৭ চারে নিজের ইনিংস সাজিয়েছেন মুমিনুল। মুশফিকের ৫৮ বলের ইনিংসে ছিল ৫ চার।

এর আগে দিনের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন নাজমুল হোসেন শান্ত। ১৩৯ বলে ৭ চারে ৭১ রান করেন তিনি। তামিম ইকবাল ৮৯ বলে ৪১ রান করেন ৭ চারে। জিম্বাবুয়ের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নিয়াউচি ও চার্লটন টিশুমা।

অধিনায়ক মুমিনুলের প্রথম ফিফটি

অধিনায়কত্ব পাওয়ার পর ভালো ইনিংস খেলতে পারছিলেন না মুমিনুল হক। পাকিস্তান সফরে বড় ইনিংসের আভাস দিয়েও পারেননি। তবে দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ফিফটি হাঁকিয়েছেন মুমিনুল। ৭৮ বলে ৪ চারে টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটিটি পূরণ করেন তিনি। বাংলাদেশের দলীয় সংগ্রহও দুই শ পেরিয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব