ঢাকায় পৌঁছেছেন ল্যাঙ্গাভেল্ট ও ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২০শে আগস্ট ২০১৯ ০৬:০০ অপরাহ্ন
ঢাকায় পৌঁছেছেন ল্যাঙ্গাভেল্ট ও ডমিঙ্গো

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে বিকাল পাঁচটায় ঢাকায় এসেছেন রাসেল ডমিঙ্গো। তার আগে সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছান বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। আগামী ২১ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ডমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট। প্রাথমিকভাবে টাইগারদের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। বিশ্বকাপের পর স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিবি। পরে কোচের সন্ধানে নামেন তারা। মাশরাফি-সাকিবদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন অনেকেই।

তবে সেখান থেকে মাত্র তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রাখে বোর্ড। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন রাসেল। ডমিঙ্গো ২০১২ সালের শেষ থেকে ২০১৩ সালের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচ ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রাসেল ডমিঙ্গোকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনিউজ ৭১/এম.আর