প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ক্রিকেটদলের সদস্য সাব্বির রহমান। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গণভবনে বিয়ের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এসময় সাব্বির রহমানের সঙ্গে তার বাবা-মাও ছিলেন।
এসময় আমন্ত্রণপত্র গ্রহণ করে নতুন জীবনে সাব্বির রহমানের সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২১ আগস্ট সাব্বির রহমানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।