
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এরপর থেকেই শুরু হয় ভারতীয় দলকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। যার কেন্দ্রুবিন্দুতে রয়েছেন বর্তমানে তিন ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সেমিফাইনাল থেকে বিদায়ের পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কোহলি এবং রোহিত শর্মার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ দু’জনের দ্বন্দ্বের কারণেই ভারতকে এভাবে সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে! বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই দলের মদ্যে অন্তর্কোন্দলের বিষয়টা প্রকাশ্যে চলে আসে। বিসিসিআইও এ বিষয়টা নিয়ে চিন্তায় রয়েছে। এবং তাদের সামনে সমাধান, ভারতীয় দলের মধ্যে নেতৃত্ব ভাগ করে দেয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব