
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল খেলায় নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। ফর্মের তুঙ্গে থাকা হিটম্যান রোহিত শর্মাকে ব্যক্তিগত ০১ রানে উইকেট কিপার টম ল্যাথামের তালুবন্দী করেন ম্যাট হেনরি। এরপর বড় ধাক্কা খায় ভারত কোহলিকে হারিয়ে। ট্রেন্ট বোল্টের করা চমৎকার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন কোহলি। যদিও রিভিউ নিয়েছিলেন কোহলি কিন্তু তার রিভিউ আম্পায়ার কলে বিফলে যায়। যদিও রিভিউ টিকে থাকে ভারতের। আউট হওয়ার আগে ০১ রান করেন। এরপরের ওভারের প্রথম বলেই ম্যাট হেনরির দ্বিতীয় শিকার হন লোকেশ রাহুল। টম ল্যাথামের হাতেই ক্যাচ দিয়ে ব্যক্তিগত ০১ রানে ফিরে যান লোকেশ রাহুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১০ রান। দিনেশ কার্তিকের (০) সঙ্গী হয়েছেন অধিনায়ক রিশাভ পান্ট (৫)। এর আগে ম্যানচেস্টারে বৃষ্টি বাধায় খেলা বন্ধ থাকার পরে বুধবার (১০ জুলাই) রিজার্ভ ডে তে আবার খেলা শুরু করে। মঙ্গলবার (০৯ জুলাই) নিউজিল্যান্ড ইনিংসের ৪৬.১ ওভারে বৃষ্টি নামে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। তখন কিউইদের রান ৫ উইকেটে ২১১। খেলতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে শুরু করে কিউইরা। আগেরদিনের অর্ধশতক করে খেলা শেষ করা রস টেলর রান আউট হয়ে ফিরে যান ৭৪ রান করে। ল্যাথাম আউট হন ১০ রান করে ভুবনেশ্বরের বলে।
এর আগে বৃষ্টি নামায় হতাশ ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটভক্তরাও। শেষমূহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল মঙ্গলবার ম্যাচটি শেষ করার। কিন্তু কোনোভাবেই তা সম্ভব হলো না। ফলে স্থানীয় সময় সন্ধ্যা ৬.২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০) আজকের খেলা স্থগিত করার ঘোষণা দেয়া হয়। যার ফলে বুধবার আবার মাঠে গড়াবে বলে স্থগিত হয় ম্যাচটি। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে নতুন করে খেলা হবে না। বরং গতকাল শেষ হওয়া অবস্থা থেকেই শুরু হবে আজ। অর্থাৎ নিজেদের ইনিংসের বাকি থাকা ২৩ বল খেলতে নেমেছে নিউজিল্যান্ড। এরপর পুরো ৫০ ওভার ব্যাট করবে ভারত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব