
বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়নি; কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ এখন অতীত। সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে ইংল্যান্ড গিয়ে টাইগাররা ফিরেছে ১০ দলের মধ্যে অষ্টম হয়ে। ইংল্যান্ডে বিশ্বকাপ বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একজন ইংলিশকে প্রধান কোচ নিয়োগ দিয়েছিল; কিন্তু তাতে কোনো সুবিধা অর্জন করতে পারেনি বলে বলেই মনে করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই তো মাশরাফিদের কোচকে আর রাখছে না বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের পরই কানাঘুষা শুরু হয়েছিল কোচ থাকছেন কি থাকছেন না। অবশেষ সেই কৌতুহলের ইতি টেনেছে ক্রিকেট বোর্ড। সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন রোডসকে জানিয়ে দিয়েছেন, তাকে আর রাখা হচ্ছে না। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, ‘এটা এক প্রকার সমঝোতার মতো। কোচকে বরাখাস্ত করা হচ্ছে না। পরিস্থিতি ব্যাখ্যা করে তাকে আর না রাখার কথাটি জানিয়ে দেয়া হয়েছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব