মোস্তাফিজের বৌভাত ১৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৭ই জুলাই ২০১৯ ১২:০১ অপরাহ্ন
মোস্তাফিজের বৌভাত ১৩ জুলাই

বিশ্বকাপের আগেই বিয়ের কাজ শেষ করেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপ শেষে দেশে ফিরেই বৌভাতের আয়োজন করতে যাচ্ছেন তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাফিজের বড়ভাই মাহফুজুর রহমান মিঠু। তিনি জানান, আসছে ১৩ জুলাই (শনিবার) মোস্তাফিজের আনুষ্ঠানিক বৌভাত অনুষ্ঠিত হবে। এর আগে গত ২২ মার্চ জাতীয় দলের এই কাটার মাস্টার সর্বোচ্চ গোপনীয়তায় পারিবারিকভাবে মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা। বিয়ের সময় তেমন কোনো অনুষ্ঠান না করলেও তখন মোস্তাফিজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার পর অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের দ্রুততম পেসার মোস্তাফিজুর রহমান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।  ৫৪ ম্যাচের ৫৩ ইনিংসে বল করে এই মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ। শুধু বাংলাদেশের নয় এশিয়ার পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ারও কীর্তি বাংলাদেশী এ মাস্টারের। অন্যদিকে ওয়ানডে ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম ১০০ উইকেট নেওয়া ক্রিকেটার তিনি। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ড করেছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১০০ উইকেট পেতে রাজ্জাকের লেগেছিল ৬৯টি ওয়ানডে।

ইনিউজ ৭১/এম.আর