
প্রকাশ: ১৭ মে ২০১৯, ৩:১২

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে এখন বন্ধ রয়েছে। এখন সময় গড়ানোর সাথে সাথে ম্যাচের ওভার কমে আসবে। প্রতি ৪.৫০ মিনিটের জন্য এক ওভার করে কমবে। তবে, ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। কারণ, লিগ পর্ব শেষে ১৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল। আর ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব