
প্রকাশ: ১৭ মে ২০১৯, ২৩:৩৮

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপ। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে টুর্নামেন্টের প্রাইজমানি। বরাবরের চেয়ে এবার বেশি থাকছে অর্থের পরিমাণ। বিশ্বকাপের জন্য ১০ মিলিয়ন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। আসরজুড়ে পুরস্কারস্বরূপ খরচ হবে বিপুল পরিমাণ এ অর্থ। সবচেয়ে বেশি বেশি ৪ মিলিয়ন ডলার তথা ৩৪ কোটি টাকার প্রাইজমানি পাবে চ্যাম্পিয়ন দল। রানার্সআপ দল পাবে ঠিক এর অর্ধেক। অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব