
ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ডাবলিনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি। আগেই জানা গিয়েছিল সাকিব আল হাসানের ব্যাপারে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজম্যান্ট। তাই ফাইনাল ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিলো একদমই কম। তবু যেটুকু আশা ছিলো তা উড়িয়ে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস করতে নেমে জানিয়ে দিয়েছেন দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে বাইরে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি খেলবে বাংলাদেশ।
উইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, ২ শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, রেয়মন রেইফার এবং শ্যানন গ্যাব্রিয়েল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব