দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বপ্নপূরণের ফাইনালে আজ বিকেলে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে তিন জাতির এই ফাইনালকে আড়াল করে এখন আলোচনায় সাকিব আল হাসানের কোমরের ব্যথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বপ্ন পূরণের ফাইনালে আজ কি খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার? এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, 'সাকিবকে নিয়ে পরিস্থিতি একটু ক্রিটিক্যাল। এখনই বলা যাচ্ছে। ওর ওপরই নির্ভর করছে। এটা আসলে পৃথিবীর কোনো ডাক্তার-ফিজিওর পক্ষে সম্ভব নয় যে ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যথা নামিয়ে ফেলবে। ওই ক্রিকেটার কেমন অনুভব করছে, সেটির ওপরই নির্ভর করছে। সাকিব আসলে মাঠে যাওয়ার পর সিদ্ধান্ত নেবে যে পারবে কি পারবে না।'
তবে স্বপ্নের ফাইনালে সাকিবকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলেও জানান টাইগার অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে ব্যাটিংয়ের সময় কোমরে টান পড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই টান নিয়ে আরও কিছু সময় ব্যাটিং করেন। কিন্তু ব্যথা মারাত্মক আকার ধারণ করলে ক্যারিয়ারের ৪২ নম্বর হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। সাকিব যখন মাঠ ছাড়ছিলেন, তখন চোখেমুখে ফুটে উঠেছিল যন্ত্রণা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।