বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত। বৃহস্পতিবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের এ ম্যাচে খারাপ আবহাওয়ার কারণে টসই হয়নি। সোয়া তিন ঘণ্টাতেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়।ম্যাচ শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। সন্ধ্যা সোয়া সাতটায় ম্যাচটি পরিত্যক্তের ঘোষণা আসে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা। আর স্বাগতিক আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে উইন্ডিজের কাছে।তারও আগে আয়ারল্যান্ড ‘এ’দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮৮ রানের ব্যবধানে। তবে উইন্ডিজের বিপক্ষে বিশাল জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।