চলে গেলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্যাটসম্যান নার্স

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৮ই মে ২০১৯ ০৯:৫৪ অপরাহ্ন
চলে গেলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্যাটসম্যান নার্স

দীর্ঘদিনের অসুস্থতার পর সোমবার ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান সেইমোর নার্স(৮৫) মারা গেছেন। ওয়েস্ট ইন্ডিজ ও বারবাডোজের সাবেক ওপেনিং ব্যাটসম্যান ডেসমোন্ড হেইনেস তার মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেছেন, আমার প্রশিক্ষক, আমার পৃষ্ঠপোষক, হোল্ডার্স হিল এলাকার সবাই তাকে ভালোবাসি। আমরা সেইমরের মতো ব্যাট চালাতে, তার মতো কথা বলতে পছন্দ করতাম।

১৯৬০ থেকে ১৯৬৯ সালের মধ্যে তিনি ২৯টি টেস্ট খেলেছেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ১৯৬০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সে সময়ের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিতি ছিল নার্সের। তার ব্যাটিং পাওয়ার এবং স্ট্রোকের কারণে বেশ খ্যাতি পান তিনি।

২৯ টেস্টে ৪৭.৬০ গড়ে করেছিলেন ২৫২৩ রান। ছিল ১১টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ছিল ২৫৮। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে এ স্কোর তুলেছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পরে কোচিংয়ে যোগ দেন সোমোর নার্স। ছিলেন বার্বাডোজের কোচ এবং প্রধান কোচ ছিলেন বার্বাডোজ জাতীয় স্পোর্টস কাউন্সিলের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব