বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা। বুধবার বেলা সাড়ে ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশে একসঙ্গে দেশ ছেড়েছেন ১৭ জন ক্রিকেটার।কিন্তু দলের সঙ্গে যাননি জাতীয় দলের টেস্ট, টি-টোয়েন্টি দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি স্বপরিবারে আজ সন্ধ্যায় ৭টা ৪০ মিনিট কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন বলে শোনা যাচ্ছে।
এ সফরে তার সঙ্গে থাকবে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অব্রি। এর আগে গত সোমবার বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল মিরপুরে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেয়। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিশ্বকাপ দলের সব ক্রিকেটার উপস্থিত ছিলেন। কিন্তু সাকিবকে ফোন দেওয়ার পরও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।