দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বিশ্বকাপের দ্বাদশ আসর ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কোন দলে কারা থাকছেন? নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কিনা? এ রকম অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের মাথায়। ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এর পর যেন তা আরও উসকে দিয়েছে। এরই মধ্যে তাদের চাহিদা মিটিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। অংশ নিতে যাওয়া সব দলের সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি।
তো ভারত দলে কারা ঠাঁই পাচ্ছেন? একনজরে দেখে নিন সেই তালিকা-
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুগবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।
বিশেষ বিবেচনায় আছেন আরও ৬ ক্রিকেটার
আম্বাতি রাইডু, লোকেশ রাহুল, রিশভ পন্ত, রবিন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর ও দীনেশ কার্তিক।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।