
প্রকাশ: ২ এপ্রিল ২০১৯, ১৭:৩৬

টানা তিন বার টেস্ট ক্রিকেটের এক নম্বর স্থান ধরে রাখল বিরাট কোহলির ভারত৷ গতকাল সোমবার কাট অফ ডেট ১ এপ্রিল পর্যন্ত টেস্ট ক্রিকেটে প্রথম স্থান ধরে রাখতে পেরেছে ভারতীয় দল৷ সে কারণে শেষ দু’বারের মতো এ বছরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি পাচ্ছে বিরাটরা৷ আইসিসি’র হিসেবে টেস্টের বছর শেষ হয় ১ এপ্রিল৷ শেষ দু’বারের মতো এবারও এক নম্বরে থেকে বছর শেষ করল কোহলিরা৷ তিন বছর ধরে টেস্টের এক নম্বর জায়গা ধরে রাখতে পারায় কোহলির ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি৷ ভারতের মুকুটে নতুন পালক জোড়ায় গর্বিত বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট৷
কোহলি আরও বলেন, ‘শেষ একটা বছর আমরা সব ফরম্যাটেই দারুণ খেলেছি৷ টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানের সম্মান পাওয়া আমাদের ধারাবাহিক হওয়ার ক্ষেত্রে আরও মোটিভেট করবে৷’ নিজের দলের প্রশংসায় কোহলি বলেন, ‘ভারতের ব্যাটিং-বোলিং সব বিভাগেই গভীরতা রয়েছে৷ সে কারণে ভারত টেস্টে সাফল্য পাচ্ছে৷’ উল্লেখ্য বোলিং গভীরতায় ভর করে ৭১ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল৷ অজিদের ডেরায় ২-১ টেস্ট সিরিজ জেতে বিরাট অ্যান্ড কোম্পানি৷


ইনিউজ ৭১/এম.আর