
আইপিএলে কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচ। সাকিব আল হাসান খেলবেন কি-না এখনো ঠিক নেই। সে যাই হোক, সাকিবের জন্য বিশেষ দিন আজ। দেখতে দেখতে ৩১টি বছর পার করে ৩২তম বর্ষে পা দিলেন আজ তিনি। ৩২তম জন্মদিন আজ তার। শুভ জন্মদিন সাকিব আল হাসান। ১৯৮৭ সালের ২৪ মার্চ মধ্যবিত্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের প্রথম ও একমাত্র ছেলে সন্তান হিসেবে দুনিয়াতে আসেন সাকিব। শুরুতে তার ডাক নাম ছিল ফয়সাল।সেই ফয়সাল আজ ক্রিকেটে সময়ের সেরা অলরাউন্ডার; আর পুরো বাংলাদেশের মধ্যমণি সাকিব আল হাসান। বাবা মাশরুর রেজা মাগুরার ফুটবলার হওয়ায় তিনিও চেয়েছিলেন তার মতো ছেলেও ফুটবলার হোক। তার ছোটবেলাও কেটেছে ফুটবলে কিন্তু একটু বড় হওয়ার পরেই তা পরিবর্তন হয়ে যায় ক্রিকেটে।

ইনিউজ ৭১/এম.আর