বাংলাদেশ ক্রিকেটার শাহরিয়ার নাফীস বাবা হলেন। মঙ্গলবার দিবাগত রাতে কন্যাসন্তানের জনক হয়েছেন তিনি। শাহরিয়ার নাফীসের স্ত্রীর নাম ঈশিতা তাসমিন। এ নিয়ে দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন তারা। এ দম্পতির ঘরে ৯ বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। তার নাম শাহওয়ার আলী নাফীস। নাফীস ও তার সদ্যোজাত কন্যা শিশুর একটি ছবি ভাইরাল হয়ে গেছে। তাতে মেয়েকে কোলে নিয়ে থাকতে দেখা যায় বাবাকে। জন্মের পর মেয়ে ও মা দুজনই সুস্থ আছেন।
৩৩ বছর বয়সী নাফীস বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। ২০১৩ সালে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। নিয়মিত পারফর্মারও বটে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিতই রান পাচ্ছেন ব্যাটে। কন্যা সন্তানের জনক হওয়ার সুখবর পাওয়ার একদিন আগেও নাফীস ব্যস্ত ছিলেন ক্রিকেট নিয়ে। এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন বাঁহাতি ব্যাটসম্যান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।