মানুষের অধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার সদর ইউনিট গঠন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: রবিবার ১৫ই ডিসেম্বর ২০২৪ ০৬:০৭ অপরাহ্ন
মানুষের অধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার সদর ইউনিট গঠন

মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘মানুষের অধিকার ফাউন্ডেশন’ মৌলভীবাজার সদর ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। রবিবার (১৫ ডিসেম্বর) সংগঠনের অফিসিয়াল প্যাডে এই কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়। এডভোকেট জামাল আহমেদকে সভাপতি এবং আহমেদ রনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ সভাপতি মাখনুনুর রহমান, মো. আবদাল হোসেন, সহ সাধারণ সম্পাদক রায়হান মুহমুদ সামাদ, রোনালদো ধর, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ দিহান, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিক আলম, প্রচার সম্পাদক সৈয়দ তপু আলী, মানবাধিকার সম্পাদক রাজমিন আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ আলিফ, মিডিয়া সম্পাদক মীর জুয়েল, পরিবেশ সম্পাদক মো. মুজিবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাব্বির আহমেদ, ধর্মীয় বিষয়ক সম্পাদক শাহ আলম শিকদার, আইসিটি সম্পাদক জাহেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, সম্মানিত সদস্য তোফায়েল খান ও খয়েছ খান।


এই উদ্যোগের মাধ্যমে মানুষের অধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা ও এর অধীনে বিভিন্ন উপজেলায় মানবাধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি করার জন্য আরও কার্যক্রম শুরু করবে। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নিয়ামুল হক বলেন, "মানুষের অধিকার ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে মৌলভীবাজার জেলায় মানবাধিকার সুরক্ষায় কাজ করছে।"


তিনি আরও জানান, এই ফাউন্ডেশন ঝড়েপড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, এবং ‘মানবাধিকার পাঠশালা’ নামে স্কুলভিত্তিক শিক্ষা কর্মসূচি চালিয়ে আসছে। সংস্থাটি বিভিন্ন অঞ্চলে মানবাধিকার সংক্রান্ত কাজ আরও বাড়াতে পরিকল্পনা করছে এবং সেই লক্ষ্যে জেলা, উপজেলা এবং ইউনিট পর্যায়ে বিভিন্ন কমিটি গঠনের কাজ চলছে।


এডভোকেট নিয়ামুল হক বলেন, "দেশে গত কয়েক বছর ধরে মানবাধিকার পরিস্থিতি অস্বস্তিকর ছিল, বিশেষত সৈরাচারী আমলে। এখন আমাদের উদ্দেশ্য হলো দেশের মানুষের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তা সুরক্ষিত করতে কার্যক্রম পরিচালনা করা।"


এতে যোগ দিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁরা মানবাধিকার রক্ষায় এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের কর্মসূচি দেশের সার্বিক কল্যাণে ভূমিকা রাখবে।