সিআইডির এসপি শামীমা ইয়াসমিন সাত বছর ধরে ফ্ল্যাটের সার্ভিস দেন না

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন
সিআইডির এসপি শামীমা ইয়াসমিন সাত বছর ধরে ফ্ল্যাটের সার্ভিস দেন না

ঢাকার সিদ্ধেশ্বরীতে কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিকরা সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেছেন। ফ্ল্যাট মালিকরা দাবি করেছেন, শামীমা ইয়াসমিন পুলিশ পরিচয় ব্যবহার করে অন্যান্য বাসিন্দাদের পার্কিং স্পেস এবং কমন স্পেস দখল করেছেন। এছাড়া, রাজউক কর্তৃক অনুমোদিত নকশা অমান্য করে সংস্কারকাজ চালানোর অভিযোগও উঠেছে।


এছাড়া, তারা অভিযোগ করেছেন যে গত সাত বছর ধরে শামীমা ইয়াসমিন ফ্ল্যাটের সার্ভিস চার্জ পরিশোধ করেননি, যার ফলে বকেয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ টাকা। যখন ফ্ল্যাট মালিক সমিতি এই বিষয়ে প্রতিবাদ জানায়, তখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের হুমকি দেওয়া হয়। এ অবস্থায়, ফ্ল্যাট মালিকরা সিআইডি প্রধান, রাজউক এবং রমনা থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন।


শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে কনকর্ড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, শামীমা ইয়াসমিন দীর্ঘ সাত বছর ধরে ফরিদপুর-গোপালগঞ্জ পরিচয় ব্যবহার করে ফ্ল্যাট মালিকদের হেনস্থা করেছেন এবং তার ক্ষমতা অপব্যবহার করে হুমকি-ধমকি দিয়ে আইনি প্রক্রিয়ায় জড়ানোর ভয় দেখান।


ফ্ল্যাট মালিকরা জানান, শামীমা ইয়াসমিন ভবনের একাধিক ফ্ল্যাট মালিকানা নিয়েছেন এবং নকশার বাইরে গিয়ে অনিয়মিত নির্মাণকাজ চালাচ্ছেন, যার ফলে অন্য বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তারা আরও বলেন, শামীমা রাজউক কর্তৃক প্রদত্ত নকশা অনুযায়ী নির্মাণকাজ না করে নিজের সুবিধা মতো দেয়াল ভেঙে এবং সাধারণ জায়গা দখল করে ফ্ল্যাট সম্প্রসারণের চেষ্টা করছেন। যদিও মালিক সমিতি ও রাজউক থেকে একাধিক নোটিশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করছেন।


এ বিষয়ে কনকর্ড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, শামীমা ইয়াসমিন তার ফ্ল্যাটে বসবাস শুরু থেকেই নানা ধরনের হয়রানি করে আসছেন। তিনি দাবি করেন, একটি আবাসিক এলাকায় নিজের গোপন কামরা তৈরি এবং রাজউকের নকশাবহির্ভূত কাজ করে তিনি স্থানীয়দের জীবনে ক্ষতি সাধন করছেন।


এ ঘটনাটি নিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মালিক সমিতি এবং স্থানীয় বাসিন্দারা দ্রুততার সাথে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং শামীমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।