প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১:২১
সবুজ উইকেটে দিনের শুরুটা পাকিস্তানের হলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ধসে পড়তে থাকে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। কিন্তু এতেই বাগড়া দেন বাংলাদেশের ফিল্ডাররা। অন্তত চারটি ক্যাচ মিস হয়েছে। তারপরও পাকিস্তানকে অল-আউট করা সম্ভব হয়েছে। পাঁচ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এটা তার ক্যারিয়ারের দশম পাঁচ উইকেট। শেষবেলায় ব্যাটিংয়ে নেমে ২ ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ভেসে গেছে। আজ শনিবার দ্বিতীয় দিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথম ওভারের ৬ষ্ঠ বলেই আব্দুল্লাহ শফিককে (০) বোল্ড করে দেন ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদ। এরপরই ১০৭ রানের বড় জুটি গড়ে বিপদ সামাল দেন সাইম আইয়ুব আর অধিনায়ক শান মাসুদ। দুজনেই ফিফটি তুলে নেন। ৬৯ বলে ২ চার ৫৭ রান করা মাসুদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। সেই মিরাজের বলেই ৫৮ রান করা আইয়ুবকে স্টাম্পড করেন লিটন দাস। এরপর সৌদ শাকিলকে (১৬) বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন তাসকিন।
বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল পাকিস্তান। সেইসঙ্গে চলছিল ক্যাচ মিসের মহড়া। সাকিব আল হাসানের বলে বাবর আজম (৩১) এলবিডাব্লিউ হলে ১৭৯ রানে স্বাগতিকদের ইনিংসের অর্ধেক শেষ হয়। এরপর মোহম্মদ আলী (২) আর খুররম শাহজাদকে (১২) তুলে নেন মিরাজ। ৮৩তম ওভারে তাসকিনের বল আগা সালমানের ব্যাট ও প্যাড ছুঁয়ে মিরাজের হাতে জমা হয়। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। রিভিউ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের কিছু করার ছিল না। আল্ট্র এজে দেখা গেছে, বল ব্যাট ছুঁয়েছে।
সেই আগা সালমান শেষ বেলায় ক্যারিয়ারের ৭ম ফিফটি তুলে নেন। এর আগে তিনি সাকিবের বলে শূন্য রানেও জীবন পেয়েছিলেন। অবশেষে তার ৯৭ বলে ৫৪ রানের ইনিংসটি থামে তাসকিনের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচে। মিরাজের বলে আবরার আহমেদকে (৯) লিটস দাস স্টাম্পড করলে ৮৫.১ ওভারে ২৭৪ রানে অল-আউট হয় পাকিস্তান। ২২.১ ওভার বল করে ২ মেডেনসহ ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন মিরাজ। এটা তার ক্যারিয়ারের ১০ম বার পাঁচ উইকেট শিকার। এছাড়া তাসকিন ৫৭ রানে ৩টি, সাকিব-নাহিদ নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪ (শাফিক ০, সাইম ৫৮, মাসুদ ৫৭, বাবর ৩১, শাকিল ১৬, রিজওয়ান ২৯, সালমান ৫৪, খুররাম ১২, আলি ২, আবরার ৯, হামজা ০*; তাসকিন ১৭-২-৫৭-৩, হাসান ১৪-১-৬০-০, নাহিদ ১৫-১-৫৮-১, মিরাজ ২২.১-২-৬১-৫, সাকিব ১৭-৩-৩৪-১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০ (সাদমান ৬*, জাকির ০*; হামজা ১-০-৫-০, খুররাম ১-০-১-০)।