চীনের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি শপিং সেন্টারে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, জিগং শহরের একটি হাই-টেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল। সে সময় ঘন ধোঁয়ায় আশেপাশের এলাকা ঢেকে যায়।
রাতভর উদ্ধার অভিযান চালানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণকাজ থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।