প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১৮:৩৮
৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ গতকালই। আজ সকালেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। ৬ উইকেট হারিয়ে ধুঁকছেন টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান। এর পর মধ্যাহ্নভোজে গেছে টাইগাররা।
এর আগে ৩ উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে শুরুটা করেছিলেন জয়। কিন্তু এই ওপেনার খুব একটা সুবিধা করতে পারলেন না। গতকাল সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে কামিন্দু মেন্ডিসের ক্যাচ ছেড়েছিলেন। আজ নিজেই ক্যাচ দিয়েছেন সেকেন্ড স্লিপে। ১২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে।
শাহাদাত হোসেন দীপু এসেছিলেন এর পর। তাইজুলের সঙ্গে জুটি জমেছিল কিছুটা। ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর দুজনেই চেয়েছেন রয়েসয়ে খেলতে। দুজনের এই জুটি যখনই আশা দেখাচ্ছিল, তখনই আক্রমণে আসেন লাহিরু কুমারা। আর তাতেই সাফল্য পান লংকানরা।