প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ৪:৩২
সোমবার (২২ জানুয়ারি) মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে বরিশাল। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় খুলনা। দুই ওপেনার এভিন লুইস ও এনামুল হক বিজয় রীতিমতো ঝড় তোলেন। ৫ ওভার ৩ বলে দুই ওপেনার মিলে যোগ করেন ৭৭ রান। ২২ বলে ৫৩ রান করে লুইস।
তিনে নেমে রানের গতি ধরে রাখেন আফিফ হোসেন ধ্রুবও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪১ রান। আফিফ ফেরার পর শাই হোপকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন বিজয়। টাইগার্স অধিনায়ক অপরাজিত ছিলেন ৬৩ রান করে।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ১১ রান করে সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদরান। তবে সৌম্যকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন তামিম। সৌম্য এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ১৭ রান করে রান আউটে কাটা পড়েন এই টপ অর্ডার ব্যাটার।