আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৫ই জুলাই ২০২৩ ০১:৪৩ অপরাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।


বুধবার (৫ জুলাই) সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।


এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে ব্যাট করা রনি তালুকদার একাদশ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন।


বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।


আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।