লম্বা সময় ধরেই ছিলেন অফ ফর্মে। পারফরম্যান্স দেখাতে না পারায় বাদ যেতে হয়েছিল টেস্ট দল থেকেও। বিরতির পর স্বরূপে ফিরতে খুব বেশি সময় নেননি জাতীয় দলের সাবেক টেস্ট দলপতি মুমিনুল হক।
গেল বছর ভারতের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকে ফিরেই খেলেন ৮৪ রানের ইনিংস। এরপর চার ইনিংসে রান ২০ এর কোঠা পার করতে পারেননি জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার।
তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ধৈর্য্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে দেখা পান ক্যারিয়ারের ১২তম শতকের। লম্বা সময় পর দেখা পাওয়া এই শতক হাঁকাতে তিনি খেলেন ১২৩ বল। যেখানে ছিল ১২টি চারের মার।
ইনিংসের হিসাবে মুমিনুল সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৬ ইনিংস পর। আর সময়ের হিসেবে ২৫ পাস ২৫ দিন পর এসেছে সাবেক এই অধিনায়কের অধরা এই শতক।
মিরপুর টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই ইয়ামিন আহমেদজাইয়ের বল আপারকাটের মাধ্যমে বাউন্ডারিতে পরিণত করে তুলে নেন শতক।মুমিনুলের শতকের আগেই সঙ্গী লিটন দাস তুলে নেনে টেস্ট ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।