২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ হবে পাকিস্তানের মাটিতে। কিন্তু মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে। দুই বোর্ডের এমন অনড় অবস্থানের সমাধান খুঁজতে নানা চেষ্টা চলছে।
গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় বিসিসিআই ও পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন। সেখানে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের যাওয়া না যাওয়ার ইস্যু নিয়ে বৈঠক হয়। প্রাথমিকভাবে ভারত তাদের এশিয়া কাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এমনকি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচও বাইরের ভেন্যুতে খেলবে ভারতীয়রা।
এবার ঠিক তেমনই দাবি করেছে পাকিস্তানও। তাদের কথা, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে পাকিস্তানও ভারতের মাটিতে বিশ্বকাপে খেলবে না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করা যেতে পারে। এটা নিয়ে নাকি আইসিসির উচ্চ পর্যায়েও আলোচনা চলছে। ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। যদিও এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল এরই মধ্যে সম্মতি দিয়েছে যে, এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও আসছে ভেন্যু হিসেবে। ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে, ফাইনালে ভারত গেলে সেই ম্যাচটাও পাকিস্তানের বদলে হবে নিরপেক্ষ ভেন্যুতে।
যেহেতু এশিয়া কাপে এমন প্রস্তাবনা এসেছে, তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চায় বিশ্বকাপেও ভারতে তাদের ম্যাচগুলো না হোক। যদি ভারত শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যায়, তবে পাকিস্তানও তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে চায়, জানিয়ে দিয়েছে পিসিবি।
এর আগে আইসিসির জেনারেল ম্যানেজার এবং পিসিবির সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খাঙ্গো পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার মনে হয় না যে ভারতে (ওয়ানডে বিশ্বকাপের) ম্যাচ খেলবে পাকিস্তান। আমার ধারণা, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমনটা এশিয়া কাপে ভারতের ক্ষেত্রে হবে।’
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে, এ রকম কোনো আলোচনার কথাই তাদের জানা নেই, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’
দুই দেশের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘকাল ধরে বৈরী। এর প্রভাব ক্রিকেটীয় সম্পর্কেও পড়েছে। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দুই দল। সেবার পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে গিয়েছিল। এরপর থেকে শুধু আইসিসি ও এশিয়ার টুর্নামেন্টেই পরস্পরের বিপক্ষে খেলে দুই দল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।