প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৫২
নাজমুল হোসেন শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের অভাব নেই। এর শিকার হয়েছে তার পরিবারও। সব বাধা-বিপত্তি ঠেলে শান্ত কিন্তু নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার বিপিএলের ফাইনালে দারুণ হাফসেঞ্চুরিতে তিনি ৫০০ রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন। শান্তর আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার বিপিএলের এক আসরে ৫০০ রান করতে পারেননি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে সিলেটের ওপেনার শান্ত খেলেছেন ৪৫ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস। হাঁকিয়েছেন ৯টি চার এবং ১টি ছক্কা। পুরো আসরে ১৫ ইনিংসে ৩৯.৬৯ গড় ও ১১৬.৮৪ স্ট্রাইক রেটে তার রান ৫১৬। বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে এক আসরে ৫০০ স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজন। ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো।
এবারের বিপিএলে শান্ত চারটি ফিফটি করেছেন। সর্বোচ্চ ইনিংস ৮৯ রানের। গোটা টুর্নামেন্টে ৫৭টি বাউন্ডারি মেরেছেন। যা বিপিএলের এক আসরে যেকোনো ব্যাটারের সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ড। পাশাপাশি ছক্কা মেরেছেন ১২টি। শান্তর আগে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশি ক্রিকেটারের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ২০১৯-২০ আসরে ৭০.১৪ গড় ও ১৪৭ স্ট্রাইক রেটে মুশফিক করেছিলেন ৪৯১ রান। এবার তার রেকর্ড ভেঙে দিলেন শান্ত।