প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৩, ০:৫৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামা ফরচুন বরিশাল।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টসের সময় সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মাঠে উপস্থিত ছিলেন না। তার বদলে টস করেছেন মুশফিকুর রহিম।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), কলিন অ্যাকারমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আকবর আলী (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান, মোহাম্মদ মাহমুদ উল্লাহ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আনামুল হক বিজয়, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, করিম জানাত, হায়দার আলী, চতুরাঙ্গা ডি সিলভা।