জয়ের পথে বাংলাদেশ, লিটনের ফিফটি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ৩১শে জুলাই ২০২২ ০৭:৫৫ অপরাহ্ন
জয়ের পথে বাংলাদেশ, লিটনের ফিফটি

আবারও ব্যর্থ মুনিম শাহরিয়ার। প্রথম ম্যাচে ৪ রান করা মুনিম দ্বিতীয় ম্যাচে ৭ রান করে বোল্ড হয়ে ফিরেছেন। এই ওপেনার ফিরলেও লিটন দাসের ফিফটিতে জয়ের পথেই রয়েছে বাংলাদেশ।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। জিম্বাবুয়ের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে বাকি ১২ ওভারে বাংলাদেশকে করতে হবে ৮৩ রান।


লক্ষ্য তাড়া করতে নেমে লিটন নিজের মতো করে খেলতে থাকেন। নিজের জোনে বল পেলেই সীমানাছাড়া করছিলেন এই ওপেনার। ৩০ বলে ৫ চার ও ২ ছয়ে ফিফটি তুলে নিয়ে এগোচ্ছেন লিটন। ৫১ রান করে অপরাজিত আছেন এই ব্যাটসম্যান। অপর প্রান্তে ১০ বলে ১৩ রান করে অপরাজিত আছেন এনামুল হক বিজয়।


টি-টোয়েন্টির জন্য বিবেচনা করা হচ্ছিল মুনিমকে। তবে এই ব্যাটসম্যান বারবার হতাশ করছেন নির্বাচকদের। আজকের ম্যাচের আগে ৪ ম্যাচে ২৭ রান ছিল মুনিমের। এই ম্যাচেও ৭ রানে ফিরলেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এই ক্রিকেটারের ভবিষ্যৎ এখন অন্ধকারই মনে হচ্ছে।