প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১:৩৪
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল।
মঙ্গলবার বিকেল চারটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ খেলোয়াড়দের বহনকারী বিমান। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুই দলকেই পৃথক টিম বাসে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম হোটেল রেডিসন ব্লুতে এসে পৌঁছায়।
এর আাগে দুপুর পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেয় দুই দলের ক্রিকেটাররা।
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে।