প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ০:৮
বরিশালের ক্ষুদে ক্রিকেটার সাদিদকে ক্রিকেট সামগ্রী প্রদান করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
এসময় উপস্থিত ছিলেন বিসিবি'র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।
উল্লেখ্য, ক্ষুদে ক্রিকেটার সাদিদের বোলিংয়ের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের তা নজরে আসে। শচীন তার বোলিং এ্যাকশন দেখে মুগ্ধ হয়ে সেই ভিডিওটি টুইট করেন। এরপরই আলোচনায় আসে এ ক্ষুদে ক্রিকেটার।