স্কটল্যান্ডকে ১৯১ রানের পাহাড়সম টার্গেট দিল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৫শে অক্টোবর ২০২১ ০৯:৪৬ অপরাহ্ন
স্কটল্যান্ডকে ১৯১ রানের পাহাড়সম টার্গেট দিল আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে স্কটল্যান্ডকে পাহাড়সম টার্গেট দিয়েছে আফগানিস্তান। হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটে ১৯০ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য স্কটল্যান্ডকে করতে হবে ১৯১ রান।


এর আগে আরব আমিরতের শারজায় টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯০ রান করে আফগানরা। 


আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাছাই পর্বের ঝামেলায় যেতে হয়নি আফগানিস্তানকে। ভারত-পাকিস্তানের মতো এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন দলটি। 

তবে বাছাই পর্বের পরীক্ষায় উত্তির্ণ হয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে গ্রেট বিটেনের দ্বীপ রাষ্ট্র স্কটল্যান্ড। বাছাই পর্বে বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিটি পেয়েছে স্কটিশরা।