শেষ আশা’ বাঁচিয়ে রাখার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভপর্বের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে টাইগাররা।শুরুটা দেখেশুনেই করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ইতিবাচক মনে হচ্ছিল নাইম শেখ আর লিটন দাসের জুটিটিকে।
কিন্তু সেই ইতিবাচকতা বেশিক্ষণ টেকেনি। ২২ বলে ২২ রানের জুটি গড়েই সাজঘরের পথ ধরেন নাইম। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে কাগিসো রাবাদাকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ হয়েছেন এই ব্যাটার (১১ বলে ৯)।
পরের বলে আউট সৌম্য সরকারও। রাবাদার দুর্দান্ত এক ইয়র্কার ডেলিভারি মিস করে প্যাডে লাগে বাঁহাতি এই ব্যাটারের। আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে সিদ্ধান্ত বদলে যায়। গোল্ডেন ডাকে ফেরেন সৌম্য।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।