আর মাত্র ১৩ দিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ইতোমধ্যেই শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসরটির টিকিট বিক্রির কার্যক্রম। এবার ক্রিকেট প্রেমীদের সুসংবাদটি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইটে প্রবেশ করে কেনা যাবে টিকিট। ওমানে অনুষ্ঠেয় বাছাইপর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে। আর আরব আমিরাতে সুুপার টুয়েলভের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে।
সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল আসরে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। আর বাছাইপর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ইতিমধ্যেই আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে একদিনের রুম কোয়ারেন্টিন পালনের পর কোভিড-১৯ পরীক্ষা হবে টাইগারদের। করোনা টেস্টে সবাই নেগেটিভ এলে সুযোগ মিলবে অনুশীলন করার। তিন দিন অনুশীলনের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।