প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
শঙ্কাটা ঢের ছিল। শেষ পর্যন্ত তা-ই দিনের আলো দেখল। পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড। সোমবার (২০ সেপ্টেম্বর) দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী মাসে পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের।এ জন্য ইংলিশ পুরুষ ও নারী ক্রিকেট দল আসার শিডিউল ছিল। তবে কোনো দলই পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘চলতি বছরের শুরুতে আমরা আগামী অক্টোবরে পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছিলাম। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তা খেলতে চেয়েছিলাম। সেই সঙ্গে দেশটিতে সংক্ষিপ্ত সফরে নারীদের পাঠাতে ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু তা সম্ভব হচ্ছে না।’
এতে বলা হয়, ‘চলতি সপ্তাহের শেষদিকে আমাদের পুরষ-নারীদের পাকিস্তান সফর নিয়ে বোর্ডে আলোচনায় বসেছিলাম। আমরা নিশ্চিত করছি, দুই দলেরই আসন্ন সফরটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।’