স্থগিত হওয়া আইপিএলের সূচি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৯শে সেপ্টেম্বর ২০২১ ০৩:৩২ অপরাহ্ন
স্থগিত হওয়া আইপিএলের সূচি

করোনাভাইরাস মহামারীতে স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। স্থগিত হওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্ট রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল বসবে ১৫ অক্টোবর। মোট ২৭ দিনের আয়োজনে বসবে ৩১টি ম্যাচ। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-ওয়ান।


এক নজরে দেখে নেবো ১৩তম আইপিএলের বাকি সূচি



লিগ পর্বের সূচি


১) রোববার, ১৯ সেপ্টেম্বর: চেন্নাই বনাম মুম্বাই: দুবাই : রাত আটটা


২) সোমবার, ২০ সেপ্টেম্বর: কলকাতা বনাম বেঙ্গালুরু : আবু ধাবি : রাত আটটা


৩) মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর : পাঞ্জাব বনাম রাজস্থান: দুবাই: রাত আটটা


৪) বুধবার, ২২ সেপ্টেম্বর : দিল্লি বনাম হায়দরাবাদ: দুবাই : রাত আটটা


৫) বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর : মুম্বাই বনাম কলকাতা : আবু ধাবি : রাত আটটা


৬) শুক্রবার, ২৪ সেপ্টেম্বর : বেঙ্গালুরু বনাম চেন্নাই: শাহরজাহ (স্থান) : রাত আটটা


৭) শনিবার, ২৫ সেপ্টেম্বর : দিল্লি বনাম রাজস্থান: আবু ধাবি : বিকেল চারটা


৮) শনিবার, ২৫ সেপ্টেম্বর : হায়দরাবাদ বনাম পাঞ্জাব: শারজাহ: রাত আটটা


৯) রোববার, ২৬ সেপ্টেম্বর: চেন্নাই বনাম কলকাতা: আবু ধাবি : বিকেল চারটা


১০) রোববার, ২৬ সেপ্টেম্বর: রাজস্থান বনাম মুম্বাই: দুবাই: রাত আটটা


১১) সোমবার, ২৭ সেপ্টেম্বর: হায়দরাবাদ বনাম রাজস্থান: দুবাই : রাত আটটা


১২) মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর: কলকাতা বনাম দিল্লি: শারজাহ: বিকেল চারটা


১৩) মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর: মুম্বাই বনাম পাঞ্জাব: আবু ধাবি: রাত আটটা


১৪) বুধবার, ২৯ সেপ্টেম্বর: রাজস্থান বনাম দুবাই: রাত আটটা


১৫) বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর: হায়দরাবাদ বনাম চেন্নাই: শারজাহ: রাত আটটা


১৬) শুক্রবার, ১ অক্টোবর: কলকাতা বনাম পাঞ্জাব: দুবাই: রাত আটটা


১৭) শনিবার, ২ অক্টোবর: মুম্বাই বনাম দিল্লি: শারজাহ : বিকেল চারটা


১৮) শনিবার, ২ অক্টোবর: রাজস্থান বনাম চেন্নাই: আবু ধাবি: রাত আটটা


১৯) রোববার, ৩ অক্টোবর: বেঙ্গালুরু বনাম পাঞ্জাব: শারজাহ : বিকেল চারটা


২০) রোববার, ৩ অক্টোবর: কলকাতা বনাম হায়দরাবাদ: দুবাই: রাত আটটা


২১) সোমবার, ৪ অক্টোবর: দিল্লি বনাম চেন্নাই: দুবাই: রাত আটটা


২২) মঙ্গলবার, ৫ অক্টোবর: রাজস্থান বনাম মুম্বাই: শারজাহ : রাত আটটা


২৩) বুধবার, ৬ অক্টোবর: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ: আবু ধাবি: রাত আটটা,


২৪) বৃহস্পতিবার, ৭ অক্টোবর: চেন্নাই বনাম পাঞ্জাব: দুবাই: বিকেল চারটা


২৫) বৃহস্পতিবার, ৭ অক্টোবর: কলকাতা বনাম রাজস্থান: শারজাহ : রাত আটটা


২৬) শুক্রবার, ৮ অক্টোবর: হায়দরাবাদ বনাম মুম্বাই: আবু ধাবি: বিকেল চারটা,


২৭) শুক্রবার, ৮ অক্টোবর: বেঙ্গালুরু বনাম দিল্লি: দুবাই: রাত আটটা


নক আউট পর্বের সূচি


২৮) রোববার, ১০ অক্টোবর: কোয়ালিফায়ার ওয়ান: দুবাই: রাত আটটা


২৯) সোমবার, ১১ অক্টোবর: এলিমিনেটর: শারজাহ: রাত আটটা


৩০) বুধবার, ১৩ অক্টোবর: কোয়ালিফায়ার টু: শারজাহ : রাত আটটা


৩১) শুক্রবার, ১৫ অক্টোবর: ফাইনাল: দুবাই: রাত আটটা