প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ২:২২
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অলরাউন্ডার সাকিবের ঘূর্ণিতে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা।
হারারেতে প্রথম ওয়ানডে খেলতে নেমে শুরুতেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরীতে ৫০ ওভাবে ২৭৬ রানের বড় টার্গেট দেয় জিম্বাবুয়েকে।
খেলার দ্বিতীয়ার্ধে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান চাপে স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলিং তোপে দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
বাংলাদেশের পক্ষে সাকিব একাই ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন, সাইফউদ্দিন ও শরীফুল একটি করে উইকেট লাভ করেন।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন দাস।