৪৬৮ রানে থেমেছে বাংলাদেশ, রিয়াদের অপরাজিত দেড়শো

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই জুলাই ২০২১ ০৬:১৭ অপরাহ্ন
৪৬৮ রানে থেমেছে বাংলাদেশ, রিয়াদের অপরাজিত দেড়শো

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের ১ম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৪৬৮ রান করে। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০ রান করে।


এর আগে ২য় দিনের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। যার পুরো কৃতিত্বটা মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদের। দু’জন মিলে ভেঙে দিয়েছেন প্রায় ৯ বছরের পুরনো রেকর্ড। ৯ম উইকেটে রেকর্ড ১৯১ রানের পার্টনারশিপ গড়েন তারা।


ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দিনের ১ম সেশনেই তুলে নেন নিজের সেঞ্চুরি। ক্যারিয়ারে এটি তার ৫ম টেস্ট সেঞ্চুরি।


অন্যপ্রান্তে চমক দেখিয়ে ফিফটি তুলে নেন পেসার তাসকিন আহমেদও। বেশ সাবলীল ভঙ্গিতেই ব্যাট চালাচ্ছিলেন তিনি। তবে ৭৫ রান করে আউট হন তাসকিন আহমেদ। দলীয় রান তখন ৪৬১।


এরপর আর বেশিক্ষণ টিকতে পারেন নি এবাদত হোসেন। একপ্রান্তে ঝড় তোলার আভাস দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে স্ট্রাইকে টিকতে পারলেন না পেসার এবাদত। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি।


১৫০ রান নিয়ে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরে খেললেন নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিলো ১৪৬ রান।