প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২:২৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস ও আরেক তারকা ক্রিকেটার ক্রেইগ এরভিন। পরিবারের করোনায় আক্রান্ত সদস্যদের সংস্পর্শে যাওয়ায় ম্যাচের আগে সেলফ আইসোলেশনে চলে যেতে হয়েছে তাদেরকে।
কাল (বুধবার) হারারে স্পোর্টস গ্রাউন্ডে সিরিজের ১ম ও একমাত্র টেস্টে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশের বিপক্ষে সবসময় দারুণ ব্যাটিং করেন উইলিয়ামস ও এরভিন। টেস্টে টাইগারদের বিপক্ষে ৬ টেস্টে তার সংগ্রহ ৬১৩ রান। অন্যদিকে ৫ টেস্টে এরভিনের সংগ্রহ ৩০৩ রান।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন মাজোঙ্গা বলেন, জিম্বাবুয়ের ২০ সদস্যের দলের দু’জন উইলিয়ামস এবং এরভিন শেষমুহুর্তে দল থেকে ছিটকে গেছেন। তাদের পরিবারের সদস্যরা করোনা পজিটিভ হওয়ায় তারা স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন। দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদেরকে অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে।
উইলিয়ামসের অনুপস্থিতিতে টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টেইলর বলেন, দু’জনের অনুপস্থিতি দলের নতুন সদস্যদের জন্য বেশ বড় সুযোগ।
গত সপ্তাহে ঘোষিত জিম্বাবুয়ের ২০ সদস্যের স্কোয়াডে ৪জন নতুন মুখকে ডাকা হয়েছে। এরমধ্যে অন্তত ২ জনের এই টেস্টে অভিষেক হচ্ছে।
টেইলর বলেন, আমরা আমাদের অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারকে মিস করবো। তবে আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। এটা তাদের জন্য দারুণ সুযোগ। জিম্বাবুয়ের ক্রিকেটের জন্যও এটা বেশ ভালো সময়।