
কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২১, ৩:২৭
শেয়ার করুনঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তিতে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন গত বছর অক্টোবরে।
আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসিবি আগামী এক বছরের জন্য যে চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেছে, সেখানে অবধারিতভাবেই থাকছে সাকিব আল হাসানের নাম।

এদিকে শুধু সাকিব আল হাসানই নন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন দেশের অন্যতম সেরা দ্রুত গতির পেসার তাসকিন আহমেদ।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

