ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে ম্যাচে দফায় দফায় রাগ দেখিয়ে আলোচনায় সাকিব আল হাসান। শুক্রবার (১১ জুন) মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি।
প্রাথমিকভাবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছিলেন, রাতে ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ঘটনার ২৪ ঘণ্টা চলে যাওয়ার পরও কোনও সিদ্ধান্ত আসেনি। তবে শনিবার (১২ জুন) সন্ধ্যায় সাড়ে সাতটায় এক সংবাদ সম্মেলন ডেকেছে সিসিডিএম।