প্রকাশ: ২৫ মে ২০২১, ২১:৩৮
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পথেই ছিল বাংলাদেশ ক্রিকেট দল। মিরাজ-মোস্তাফিজ-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে হারের পথেই ছিল সফরকারীরা। এমন সময় আবারো ধেয়ে আসে বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৯ উইকেটে ১২৬ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১টি উইকেট আর জিততে হলে সফরকারীদের করতে হবে ১২১ রান।
এদিন বাংলাদেশের দেয়া ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় সফররত শ্রীলঙ্কা। কিন্তু ধারাবাহিকতা ছিল না তাদের ব্যাটে। ফলে দলীয় ২৪ রানে এবং ব্যক্তিগত ১৪ রানে ফেরেন ওপেনার এবং অধিনায়ক কুশল পেরেরা। আরেক ওপেনার গুনালিথাকা আউট হন ২৪ রানে।
এরপরের তিন উইকেট তুলে নেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। পাথুম নিশানকাকে ২০, কুশল মেন্ডিসকে ১৫ এবং ১০ রানে প্যাভিলিয়নে ফিরে যান ধনঞ্জয়া ডি সিলভা। এরপর দাসুন শানাকা ছাড়া আর কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি।
শানাকা ১১, হাসারাঙ্গা ৬ এবং সান্দাকান ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন। শেষদিকে বাংলাদেশি বোলারদের একটু ধৈর্যে্যর পরীক্ষা নেন উসুরু উদানা এবং দুশমান্থ চামিরা। ৪ রানে উদানা এবং ৩ রানে চামিরা অপরাজিত আছেন।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান। এছাড়া দুটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে দুশমান্থ চামিরার প্রথম বলেই এলবিডব্লিউ হযে তামিম ফেরার পরপরই আউট হন সাকিব। আউট হওয়ার পূর্বে তামিম ১৩ রান করলেই রানেই খাতায় খুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তৃতীয় উইকেটে দেখে-শোনেই খেলছিলেন লিটন। কিন্তু তাকে বেশিক্ষণে ক্রিজে থাকতে দেননি লাকসান সান্দাকান। ফিরেছেন ২৫ রানে। আর মোহাম্মদ মিঠুনের পরিবর্তে খেলতে নামা মোসাদ্দেক ফেরেন ১০ রানে।মাত্র ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে স্বাগতিকরা। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন মুশফিক-মাহমুদউল্লাহ।
সান্দাকানের করা বল রিভারসুইপ খেলতে গিয়ে ব্যাটের কোণায় লেগে কটবিহাইন্ড হন মাহমুদউল্লাহ। আউট হওয়ার পূর্বে করেন ৪১ রান। এরপর ১০ রানে আফিফ এবং ১১ রানে সাইফউদ্দিন আউট হন। আর রানের খাতা খোলার আগেই ফেরেন মিরাজ ও শরিফুল।
শেষদিকে একাই লড়তে থাকা মুশফিক ওয়ানডে ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি তুলে নেন। ১২৭ বলে ১২৫ রান তুলে আউট হন তিনি। দুর্দান্ত এই ইনিংসটি ১০টি চারে সাজানো।