প্রকাশ: ২ মে ২০২১, ১১:১৪
বাংলাদেশের বিপক্ষে ২৫৯ রানের লিড নিয়ে রোববার চতুর্থ দিনে নামবে শ্রীলঙ্কা। সোয়া ১০টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, গাজী টিভি ও সনি সিক্স।ক্যান্ডিতে তৃতীয় দিন শেষে মুমিনুলদের বিপক্ষে ২৪২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।
শনিবার ২ উইকেটে ১৭ রান তুলেছে লঙ্কানরা। দলীয় ১৪ রানে মিরাজের বলে আউট হন লাহিরু থিরিমানে। আর এক রান যোগ হতেই তাইজুলের বলে আউট হন ওসাদা ফার্নান্দো।এরআগে নিজেদের প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে তামিম করেন সর্বোচ্চ ৯২ রান।
এছড়া মুমিনুল ৪৯, মুশফিক ৪০, সাইফ ২৫ ও মিরাজ ১৬ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আর কোনও ব্যাটসম্যান।এরআগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
#ইনিউজ৭১/জি/হা/২০২১