হাসানের বোলিং তোপে ঝর ঝর করে শেষ তামিমরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই জানুয়ারী ২০২১ ১০:০২ পূর্বাহ্ন
হাসানের বোলিং তোপে ঝর ঝর করে শেষ তামিমরা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করা তামিম ইকবাল


একাদশকে সুবিধা করতে দিল না মাহমুদউল্লাহ একাদশ। তরুণ বোলার হাসান মাহমুদের তোপে মাত্র ১৬১ রানেই গুটিয়ে গেল তামিমের দল।বিকেএসপি তিন নম্বর মাঠে আজ বৃহস্পতিবার ৪০ ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৭.২ ওভার থিতু হতে পেরেছে তামিম একাদশ। মাহমুদউল্লাহ একাদশের হয়ে বল হাতে ২১ রানে চার উইকেট নেন হাসান।


এদিন ব্যাট করতে নেমে দুই রান করে আউট হয়ে যান লিটন দাস। ৪৩ বলে ২৮ রান করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শান্তও থিতু হতে পারেননি। ২৭ রান করেন তিনি।  কিছুটা প্রতিরোধ গড়ে ২৪ রানে ফেরেন সৌম্য সরকার। শেষের দিকে আফিফের ৩৫ রানে চড়ে ১৬১ রানে থামে তামিম একাদশ।


বল হাতে ৩১ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। বাকি কাজ সেরেছেন হাসান মাহমুদ।আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ম্যাচগুলো মাঠে বসে দেখবেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।


অন্যদিকে আগামী ১৮ জানু য়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।