করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ১০ হাজার ১৭৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৫ই জুন ২০২০ ১০:১০ পূর্বাহ্ন
করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ১০ হাজার ১৭৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশটি। অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যাও বেশি।ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ১০ হাজার ১৭৩ জন।

তবে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজারের বেশি।ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৩৬ জন এবং মারা গেছে ৮৭৬ জন।

ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৭২ হাজার ৫২৮ এবং মারা গেছে ১ লাখ ৮ হাজার ২০৮ জন।তবে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৪ হাজার ৫১। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ১২ হাজার ২৫২ জন।যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ১ হাজার ৬২৬টি। এছাড়া ১৭ হাজার ৮৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইনিউজ ৭১/ জি.হা