ভারতে করোনায় আক্রান্ত প্রায় ২৮ হাজার, মৃত্যু ৮৭২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে এপ্রিল ২০২০ ১২:৫৭ অপরাহ্ন
ভারতে করোনায় আক্রান্ত প্রায় ২৮ হাজার, মৃত্যু ৮৭২

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮২।সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭২ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৪৮ জন।

বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ হাজার ৮৩৫। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৬১৮৪ জন।এদিকে, সোমবার করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। লকডাউন জারি হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি।

লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। অনেকের মতে, সংক্রমণের হার কমাতে লোকজনকে ৩ মে'র পরেও আরও বেশ কিছুদিন গৃহবন্দি করে রাখা ছাড়া সরকারের কাছে বিকল্প কোনও পথ খোলা নেই।ইতোমধ্যেই দেশজুড়ে লকডাউন চলছে। এদিকে, আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ইনিউজ ৭১/ জি.হা