১৫ মাস পর নদী থেকে উদ্ধার সচল আইফোন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০১৯ ১০:৩৬ পূর্বাহ্ন
১৫ মাস পর নদী থেকে উদ্ধার সচল আইফোন (ভিডিও)

হারিয়ে যাওয়ার ১৫ মাস পর নদীর তলা থেকে অক্ষত অবস্থায় একটি আইফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছেন এক মার্কিন ইউটিউবার। ২০১৮ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার এডিসটো নদীর কাছে সপরিবারে ঘুরতে গিয়ে ফোনটি হারিয়ে ফেলেছিলেন এরিকা বেনেট। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ইউটিউবার মাইকেল বেনেট কয়েকজন সঙ্গী এডিসটো নদীতে ‘গুপ্তধন’ খুঁজতে যান। সেখানে সত্যিই তারা গুপ্তধন পেয়ে যান। নদীর কাদার মধ্যে একটি দড়ির মতো কিছু দেখে টান মারতেই উঠে আসে একটি ফোন।

ফোনটি একটি শক্ত এয়ারটাইট প্যাকেটে মধ্যে ছিল। বাড়িতে এসে মাইকেল প্যাকেট থেকে বের করে, ফোনটিকে চার্জে বসিয়ে দেন। কিছুক্ষণ পর পাওয়ার বাটন চাপ দিতেই ফোনটি চালুও হয়ে যায়। কিন্তু পাসওয়ার্ড প্রোটেকটেড হওয়ায় ফোনটি অন হলেও অ্যাকসেস করা সম্ভব ছিল না। ফলে তার আসল মালিককে খুঁজে বের করা সম্ভব হচ্ছিল না। মাইকেল এবার বুদ্ধি করে ফোনটির সিমটি খুলে অন্য একটি ফোনে লাগান। সেখান থেকে তথ্য পেয়ে খুঁজে বের করেন আসল মালিককে। পরে দেখা করে ফিরিয়ে দেন ফোনটি।

ইনিউজ ৭১/এম.আর